বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জকিগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের তৃণমূল নেতৃবৃন্দের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জকিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় জকিগঞ্জ বাজার এম. এ. হক চত্ত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য রুহেল আহমদের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা তারেক আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এম.এ ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট জেলা তরুন প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রাহাত চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রায়হান আহমদ, ছাত্রদল নেতা লিমন আহমদ, পৌর ছাত্রদল নেতা সুহেল আহমদ, কলেজ ছাত্রদল নেতা তারেক আহমদ, আশরাফ আহমদ, উজ্জল আহমদ, খালেদ আহমদ, সাজু আহমদ, পাপলু আহমদ, রুজেল আহমদ, সালেহ আহমদ ও ফয়ছল আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক দু'বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারি করে সরকার কোন নীল নকশা তৈরি করতে চাইলে ছাত্রদল নেতাকর্মীরা তা রুখে দেবে। সরকারের রক্তচক্ষুর নিকট ছাত্রদল হার মানবেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার দমিয়ে রাখার চেষ্টা করলে তা রুখে দেবে ছাত্রদল। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। প্রেস বিজ্ঞপ্তি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !