মেহেদী হেলাল
জকিগঞ্জের আলোচিত কৃষক সুজাদুর রহমান সুজাদ হত্যা মামলার একমাত্র আসামী এনাম উদ্দিন (৩৫) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মো. গোলাম মর্তুজা মজুমদার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত এনাম উদ্দিন জামিনে মুক্ত থাকলেও রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। রায় ঘোষণার পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। তিনি জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের উত্তর ফুলতলা (নান্দিশ্রী) গ্রামের বজলুর রহমানের ছেলে। জানা যায়, জকিগঞ্জ উপজেলার উত্তর ফুলতলা গ্রামের মৃত রইছ আলীর ছেলে কৃষক সুজাদ (৪০) একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের জমি বর্গা চাষ করতেন। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে পূর্ব শত্রুতার জেরে এনাম উদ্দিন দেশীয় অস্ত্র দিয়ে সুজাদের মাথায়, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই রবজাদ আহমদ বাদী হয়ে এনাম উদ্দিনকে প্রধান আসামী করে জকিগঞ্জ থানায় হত্যা মামলা (নং-২৭ (০২) ১৪) দায়ের করেন। তদন্ত শেষে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) গাজী মিজানুর রহমান একই বছরের ২৩ জুন শুধুমাত্র এনামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানি ও ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। মামলার কৌশলী ছিলেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছুল ইসলাম ও আসামি পক্ষের অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !