স্টাফ রিপোর্টার
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার বিকেলে জকিগঞ্জের ৩৪টি পরিবারের মধ্যে শুভ বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে। উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ষ্টেশন সংলগ্ন গ্রামে এই বিদ্যুৎ লাইন সংযোগের শুভ উদ্বোধন করা হয়। বারঠাকুরী ইউনিয়ন পরিষদের পরপর দু'বারের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। সোনাসার কালীমন্দির প্রাঙ্গণে বাবু সত্যরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও ইছামতি গার্লস একাডেমীর শিক্ষক দেলওয়ার হোসেনের পরিচালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফয়সাল আহমেদ ও সমাজসেবী আব্দুস সাত্তার মঈন। বক্তব্য রাখেন চান্দগ্রাম এ ইউ ফাযিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ আব্দুল হাসিব, বাবুল আহমেদ চৌধুরী, মোঃ আব্দুল হামিদ ও বিশিষ্ট মুরুব্বী মোঃ এখলাছুর রহমান (আখলিছ) প্রমুখ। উদ্বোধনকালে বক্তারা স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাকে সম্মাননা হিসাবে এলাকাবাসীর পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !