স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ছালেহপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে কলেজ ছাত্র সাইফুল আলমের হত্যার সাথে জড়িত সন্দেহে নিহত সাইফুলের বাড়ির পাশে ঘরের আব্দুল গণির ছেলে এনাম আহমদ (৪৫)কে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নিহত সাইফুলের জানাযা শেষে জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেকের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, হত্যার রহস্য উদঘাটনের স্বার্থে এনামকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে দোষী সাব্যস্ত হলে তাকে আটক করা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !