স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে নির্বিঘ্নে শারদীয় দূর্গা পুজা উদযাপনের লক্ষে সব ধরণের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ। সনাতন ধর্মালম্বিদের বৃহৎ এ উৎসবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) মোস্তাক সরকার। শুক্রবার বিকালে জকিগঞ্জ থানা প্রাঙ্গনে জকিগঞ্জ পুজা উদ্যাপন কমিটির সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন। এ সময় মোস্তাক সরকার বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই বিষয়টিকে মাথায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্ঠা প্রয়োজন। কোন পূজা মন্ডপে কেউ বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালালে সাথে সাথে তা পুলিশকে অবগত করবেন। তিনি হিন্দু নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের ডাকের অপেক্ষায় থাকবো। যখনই আপনারা আমাদের ডাকবেন, তখনই আমরা আপনাদের পাশে দাঁড়াবো। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার এসআই সৈয়দ ইমরোজ তারেকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) মোস্তাক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, উপজেলা আনসার বিডিবি অফিসার তাহের মিয়া, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিপন আহমদ, জকিগঞ্জ পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার বিশ্বাস ও জকিগঞ্জ হিন্দ্র বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. বিভাকর দেশ মূখ্য। বক্তব্য রাখেন পুজা উদ্যাপন পরিষদ জকিগঞ্জ পৌরসভার পাচু মোহন বিশ্বাস, বারহাল ইউনিয়নের প্রণয়জিৎ কুমার দাস, বিরশ্রী ইউনিয়নের জোতিষ চন্দ্র, খলাছড়া ইউনিয়নের নবেন্দ্র রায়, সুলতানপুর ইউনিয়নের ভাগ্যেশ্বর বিশ্বাস, বারঠাকুরী ইউনিয়নের দেবাশীষ দেশ মূখ্য রাজু, কসকনকপুর ইউনিয়নের বিপূল চন্দ্র বিশ্বাস ও মানিকপুর ইউনিয়নের শিপলু বিশ্বাস প্রমূখ। মতবিনিময় সভায় মায়ানমারে বর্বরোচিত হামলায় নিহত রোহিঙ্গাদের জন্য এক মিনিট দাঁড়িয়ে শোক পালন করা হয়।
এ বছর সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জে ৯১টি পুজা মন্ডপে রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। সিলেটের সব ক’টি উপজেলার চেয়েও এ উপজেলায় বেশী সংখ্যক পুজা মন্ডপ রয়েছে বলে তাদের দাবী।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !