পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন। তিনি বিজ্ঞপ্তিতে বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। মহান ত্যাগের শিক্ষায় অনুপ্রানিত হয়ে সুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন, উৎসবের দিন। ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ, খুশির বারতা। ঈদের গুরুত্ব আমাদের কাছে যেমন ধর্মীয় তেমনি সামাজিক। বছরান্তে বার বার আমাদের কাছে আনন্দের উৎসব হিসাবে ঈদ আসে। তাই সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !