স্টাফ রিপোর্টার
বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে নিরীহ রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে নানা কর্মসূচীর ফলে উত্তাল হয়ে উঠেছে জকিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল। নারকীয় এ হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে বিভিন্ন ইসলামী সংগঠন ও সামাজিক সংগঠনের ব্যানারে প্রতিটি বাজারে বাজারে চলছে মিছিল, সমাবেশ ও মানববন্ধন। উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা ক্ষোভে-দুঃখে ফুঁসে উঠেছেন। তাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটছে বিভিন্ন সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল পরবর্তী পথ সভায়। পবিত্র ঈদুল আজহার পর থেকে জকিগঞ্জ উপজেলায় প্রতিদিন একাধিক সভা-সমাবেশ ও মানববন্ধন করছেন খেলাফত মজলিস, ছাত্র মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও ছাত্র জমিয়ত নেতাকর্মীরা। এসব আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার কালিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম মানিকপুর ইউনিয়ন শাখা। মিছিলটি কালিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্থানীয় পূবালী ব্যাংকের সামনে এক পথ সভায় মিলিত হয়। জকিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা জিয়াউর রহমান ফারুকীর সভাপতিত্বে ও ইউনিয়ন জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা জুনাইদ আল জাহিদ ও উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ সাদিকুর রহমান। এর আগের দিন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস মানিকপুর ইউনিয়ন। বাদ মাগরীব মিছিলটি শুরু হয়ে কালিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে
বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে নিরীহ রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে নানা কর্মসূচীর ফলে উত্তাল হয়ে উঠেছে জকিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল। নারকীয় এ হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে বিভিন্ন ইসলামী সংগঠন ও সামাজিক সংগঠনের ব্যানারে প্রতিটি বাজারে বাজারে চলছে মিছিল, সমাবেশ ও মানববন্ধন। উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা ক্ষোভে-দুঃখে ফুঁসে উঠেছেন। তাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটছে বিভিন্ন সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল পরবর্তী পথ সভায়। পবিত্র ঈদুল আজহার পর থেকে জকিগঞ্জ উপজেলায় প্রতিদিন একাধিক সভা-সমাবেশ ও মানববন্ধন করছেন খেলাফত মজলিস, ছাত্র মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও ছাত্র জমিয়ত নেতাকর্মীরা। এসব আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার কালিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম মানিকপুর ইউনিয়ন শাখা। মিছিলটি কালিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্থানীয় পূবালী ব্যাংকের সামনে এক পথ সভায় মিলিত হয়। জকিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা জিয়াউর রহমান ফারুকীর সভাপতিত্বে ও ইউনিয়ন জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা জুনাইদ আল জাহিদ ও উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ সাদিকুর রহমান। এর আগের দিন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস মানিকপুর ইউনিয়ন। বাদ মাগরীব মিছিলটি শুরু হয়ে কালিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে
এক সমাবেশে মিলিতি হয়। শাখা সভাপতি মাওলানা রশিদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ আসলাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি জোবায়ের আহমদ চৌধুরী আলমগীর, শ্রমিক মজলিস নেতা ইমদাদুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস নেতা মাওলানা আবদুল হামিদ জালাল. ছাত্র মজলিস নেতা মুজিবুর রহমান ও সাবেক ছাত্রনেতা মাওলানা আবুল কালাম আযাদ, সাব্বির আহমদ. ছাত্র মজলিস নেতা মুয়াজ হোসাইন ও সাইফুর রহমান প্রমূখ। এর আগের দিন সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে জকিগঞ্জ উপজেলার বাবুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সুলতানপুর ইউনিয়ন ছাত্র জমিয়ত। মিছিলটি বাবুরবাজার প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়। শাখা সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি আবু হানিফের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওঃ রিয়াজ উদ্দিন আহমদ, জমিয়ত নেতা ক্বারী আব্দুল আজিজ, মাওলানা নাঈমুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি ফয়সল আহমদ, এমসি কলেজ ছাত্র জমিয়তের আহবায়ক হুসাইন আহমদ, ছাত্র জমিয়ত নেতা কাওসার আহমদ, ফয়সল আহমদ আজিজ, যুব জমিয়ত নেতা জুনাইদ আল জাহিদ, ছাত্রনেতা মনযুর আহমদ, সাদিকুর রহমান সিদ্দিকী, নাযিম উদ্দিন আসআদী, মুহিউদ্দীন, আব্দুল হালিম, জাকারিয়া আহমদ, হাফিজ লিয়াকত হুসাইন, হাবিবুর রহমান মাসরুর, নাসিরুদ্দিন ও মাহবুবুর রহমান ডালিম। এর আগের দিন রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জকিগঞ্জ উপজেলা ছাত্র মজলিস। বাদ মাগরীব জকিগঞ্জ ইখওয়ান সেন্টার থেকে মিছিল শুরু হয়ে জকিগঞ্জ শহর প্রদক্ষিণ করে স্থানীয় এম.এ.হক চত্বরে এক সমাবেশে মিলিত হয়। ছাত্র মজলিস উপজেলা পূর্ব সভাপতি নাঈম উদ্দিন তাপাদারের সভাপতিত্বে ও উপজেলা পশ্চিম শাখার সভাপতি মুজিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের প্রাক্তণ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, ছাত্র মজলিসের সিলেট মহানগর সেক্রেটারি আফজাল হোসাইন কামিল ও সিলেট পূর্ব জেলা সেক্রেটারী মুহাম্মদ জারীর হোসাইন। এছাড়া একই দাবীতে পবিত্র ঈদুল আজহার পর থেকে মিছিল সমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। পৃথক সমাবেশে বক্তারা বলেন, যে কোন মূল্যে জরুরী ভিত্তিতে মায়ানমারে বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক নিরীহ মুসলিমদের গণহত্যা বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম জনতাকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, এখনই দেশের সীমানা খোলে দিয়ে প্রতিবেশী মায়ানমারের বিপদগ্রস্থ শরণার্থী মুসলিম জনতাকে সাময়িকের জন্য আশ্রয় প্রদান করা হোক এবং এসকল মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হোক।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !