প্রিয় জকিগঞ্জ-কানাইঘাটবাসী ও দেশ-বিদেশের সকল সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও বৃটিশ বাংলাদেশী শিল্পপতি এম.জাকির হুসেইন। তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, ঈদুল আযহা ত্যাগের, আনন্দের এবং ধৈর্য্যের মহান আল্লাহ পাকের সান্নিধানে সান্নিধ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগের ও ধৈর্য্যরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হযরত ইব্রাহিম (আঃ)। সেই থেকে এই পর্যন্ত মুসলিম মিল্লাত আল্লাহ পাকের সন্তুষ্টি সাধনে পশু কুরবানির মাধ্যমে ঈদুল আযহা উদযাপন করে আসছে। তিনি আরো বলেন, এই পবিত্র ঈদ উদযাপনের মাধ্যমে পারস্পরিক মমতা, স্নেহ ও ভালোবাসার বন্ধন সৃষ্টি হতে পারে। আমরা জকিগঞ্জ- কানাইঘাটবাসী ত্যাগ ও ধৈর্য্যরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ঈদ অর্থাৎ আনন্দ বার্তা সকলের মাঝে পৌঁছে দেবো। আর নয় পরশ্রীকাতরতা, জয় হোক সম্প্রীতি ও প্রশান্তির। সুস্থ-সুন্দর, বর্ণাঢ্য-বর্ণিল এবং সার্থক-সফল আনন্দময় হোক সকলের জীবন। সবাইকে আবারও ঈদ মোবারক।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !