জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাসষ্টেশন সংলগ্ন কাসেম কমিউনিটি সেন্টারে পূর্ব সিলেটের তরুণদের প্রিয় সাহিত্য ও সামাজিক সংগঠন সিলেট আমরা নবীন অভিযাত্রীর কাউন্সিল ও সাহিত্য আড্ডা আগামী ৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। এতে বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিকগন উপস্থিত থাকবেন। সংগঠনের সদস্য, দায়িত্বশীল ও সর্বস্থরের সাহিত্য প্রেমীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি আল আমীন সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !