স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা স্কাউটস’র ত্রিবার্ষিক কাউন্সিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিপূল সংখ্যক প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক, কাব লিডার, স্কাউট লিডার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটস’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এবং উপজেলা স্কাউট লিডার সিতাংশু বিশ্বাসের পরিচালনায় শুরুতে পবিত্র ক্বেরাত পাঠ করেন ফয়েজ আহমদ চৌধুরী ও গীতা পাঠ করেন রায় মোহন বিশ্বাস। কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সিলেট জেলা স্কাউটস’র সহ কমিশনার হিফজুর রহমান খান, জেসমিন বেগম, জেলা যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আকরাম আলী, উপজেলা স্কাউটস’র আজীবন সদস্য কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, আব্দুল আহাদ, বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা স্কাউট কমিশনার বিশ্বজিৎ রায়, প্রাক্তণ সম্পাদক আব্দুস সুবহান, কোষাধ্যক্ষ কুতুব উদ্দিন ও প্রধান শিক্ষক আজির উদ্দিন। উপজেলা স্কাউটের সম্পাদক আমান উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আছমা বেগম, শাকুর আহমদ ও আবুল কালাম আজাদ প্রমূখ। পরে আগামী ৩ বছরের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল হককে সভাপতি ও শিতাংশু বিশ্বাসকে সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম, উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞা, প্রধান শিক্ষক মোঃ আজির উদ্দিন, প্রাক্তন শিক্ষক আকরাম আলী, প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন, কমিশনার প্রধান শিক্ষক বিশ্বজিৎ রায়, সহকারি কমিশনার প্রধান শিক্ষক শাব্বীর আহমদ, প্রধান শিক্ষক আহমদুল কবীর, অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ সালাহ উদ্দিন, প্রধান শিক্ষক রাহেলা বেগম, সহকারি শিক্ষক মামুনুর রশীদ, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, সম্পাদক শিতাংশু বিশ্বাস, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুস শাকুর, উপজেলা স্কাউট লিডার মোঃ আমান উদ্দিন, উপজেলা কাব লিডার আছমা বেগম, ইউনিট সভাপতি মোঃ আব্দুল হালিম, মোঃ শুয়াইবুর রহমান, মোঃ আব্দুল খালিক, মোঃ মঞ্জুর আলম, সহযোগী সদস্য মোঃ আব্দুস সুবহান, মোঃ মাসুক আহমদ, মোঃ কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, মোঃ আব্দুল আহাদ ও ননী গোপাল রায়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !