তানভীর আহমদ, বারহাল থেকে:
জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে বুধবার (৩০ আগস্ট) সকালে স্থানীয় ঘাটের বাজারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল হক কিরানীর সভাপতিত্বে ও হারুনুর রশীদ খাঁনের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বিরাত পাঠ করেন আব্দুল করিম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১৩নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারহাল ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য সুমন আহমদ চৌধুরী, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার যুগ্ন সাধারন সম্পাদক সাইফুর রহমান, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, বিশিষ্ট মুরব্বী আলাউদ্দিন খাঁন ও রফিকুল হক।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহবাগ প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজ, পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক জিবান আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, ডাঃ এল এইচ সুমন চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, বারহাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমন, সাহেদ আহমদ চৌধুরী, মিনহাজ আহমদ, মাহফুজ ও তানভীর আহমদ প্রমূখ। আয়োজকরা জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শাহবাগ অঞ্চলের প্রবাসীদের সংগঠন শাহবাগ প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ তার জন্মলগ্ন থেকে এলাকার হত দরিদ্র মানুষদের নিয়ে কাজ করছে। বিভিন্ন দেশে অবস্থানরত এই অঞ্চলের প্রবাসীদের অর্থায়নে এবারো এলাকার ১১০ জন অসহায় দরিদ্র ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !