জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য ও বৃটিশ বাংলাদেশী শিল্পপতি এম. জাকির হুসেইন আগামী ২৯ আগস্ট মঙ্গলবার দেশে আসছেন। তার আগমণ উপলক্ষে জকিগঞ্জ উপজেলা জাতীয় পাাটি, যুব সংহতি, ছাত্র সমাজসহ অঙ্গ সহযোগী সংগঠন তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে উপজেলার আটগ্রাম বাসষ্টেশনে উপজেলা যুব সংহতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুব সংহতি নেতা সুফিয়ান আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতি নেতা তাজুল ইসলাম ও শাহ আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটি নেতা এম.এ.আহাদ, ময়নুল ইসলাম, আতিকুর রহমান, কমরুদ্দিন খমই মিয়া, আব্দুল জলিল, ময়নুল হক মেম্বার, আলী হোসেন, আবুল কালাম, যুব সংহতি নেতা হাবিবুর রহমান চৌধুরী, লুৎফুর রহমান, মোঃ কামাল হোসেন, আব্দুল ওয়াহিদ পানু, আব্দুর রাজ্জাক চৌধুরী, রামীম আহমদ, রুবেল আহমদ, আবুল কালাম আজাদ, শাহিদুর রহমান জীবন, আবুল কাশেম, হেলাল আহমদ, সেলিম আহমদ, আব্দুল আহাদ, শামীম আহমদ, আজমল হোসেন, জহুর আহমদ, এনাম আহমদ, আব্দুর রহিম, আব্দুল লতিফ, আব্দুস শুকুর, ছাত্র সমাজ নেতা রুহুল আমীন ও তরুণ পাটি নেতা মিনহাজ আহমদ প্রমূখ। সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম. জাকির হুসেইনের দেশে আগমণকে সামনে রেখে তাকে বরণ করতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তন্মেধ্যে তাকে সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে বরণ করতে উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক এম.এ.আহাদকে আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে ওইদিন তাকে বিশাল মোটর শুভাযাত্রা ও গাড়ি বহর নিয়ে বরণ করে জকিগঞ্জে নিয়ে আসা হবে। পথে পথে নির্মাণ করা হবে তোরণ ও গেইট। তিনি ওইদিন এম.জাকির হুসেইন হিফযুল ক্বোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !