স্টাফ রিপোর্টার
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহিন ও আসিফের উপর শিবিরের হামলার প্রতিবাদে জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের বিদ্রোহী কমিটির নেতাকর্মীরা জকিগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। রোববার বিকেলে জকিগঞ্জ ডাক বাংলো থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জকিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এম.এ. হক চত্ত্বরে এক পথসভায় মিলিত হয়। পৌরসভা ছাত্রলীগের বিদ্রোহী কমিটির সভাপতি জোবায়ের আহমদ শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমান সিজানের পরিচালনায় এতে বক্তব্যে রাখেন পৌরসভা আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক শামিম আহমদ কালা, বিদ্রোহী কমিটির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি জুনেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ, সহ সাধারণ সম্পাদক সায়েম আহমদ ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমূখ। পথসভায় সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহিন ও আসিফের উপর শিবিরের নির্লজ্জ হামলার নিন্দা জানিয়ে দ্রুত জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবি জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, গত ৩১ জুলাই জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে এক জরুরী সভায় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা সিলেট জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত পৌরসভা ছাত্রলীগের কমিটিকে প্রত্যাখান করে জোবায়ের আহমদ শুভকে সভাপতি ও শাহারিয়ার রহমান সিজানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের একটি কমিটি ঘোষণা করে। ঘোষিত এ বিদ্রোহী কমিটির প্রথম কর্মসূচি পালিত হয়েছে বলে জানান পৌরসভা ছাত্রলীগের বিদ্রোহী কমিটির সভাপতি জোবায়ের আহমদ শুভ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !