স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার হাতিডহর (ছয়ত্রিশ) গ্রামের মৃত মাস্টার আকবর হোসেনের মেয়ে কলেজ ছাত্রী ছায়ায়ে খোদা মদীনাতুল্লাহ (২২) সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পুকুর ঘাটের সিঁড়িতে পড়ে মৃত্যু বরণ করেন। তার এমন আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কলেজ ছাত্রীর ভাই বিজিবি সদস্য এফকেএম আমানুল্লাহ আমীন বলেন, তার মা রুশনা খানম ও তার কলেজ পড়ুয়া বোন ছায়ায়ে খোদা মদীনাতুল্লাহ নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় তার বোন পুকুর ঘাটে পানির নীচে থাকা একটি সিঁড়ি থেকে পা ছিটকে পানিতে পড়ে যান। বিষয়টিকে প্রথমে তার মা স্বাভাবিক মনে করলেও কিছু সময় সে পানির নীচে থেকে না উঠায় তিনি ধরে তোলার চেষ্টা করেন। কিন্তু সে অজ্ঞান থাকায় তাকে তোলা কষ্টকর হয়ে পড়লে তিনি বাড়ির লোকজনকে ডাক দিলে স্থানীয়রা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তার শরীরে কোন জখমের চিহ্ন ছিলনা। বিকাল ৫ টার দিকে স্থানীয় একজন চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার বাদ জোহর তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্র জানায়, পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ছায়ায়ে খোদা মদীনাতুল্লাহ পঞ্চম ছিল। সে গেল বছর ইছামতি ডিগ্রী কলেজ থেকে ডিগ্রী শেষ করেছে। বর্তমানে সে মাস্টার্সে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !