মুজিবুর রহমান, কালিগঞ্জ থেকে:
জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয়দ্বীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ আসর কালিগঞ্জ বাজারস্থ মজলিস কার্যালয়ে শহীদ ইয়াহইয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আলোচনা পেশ করেন ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখা সভাপতি মুহাম্মদ মুজিবুর রাহমান। উপস্থিত ছিলেন অফিস ও পাঠাগার সম্পাদক এম. সাইফুর রাহমান। পরে ছাত্র মজলিস জকিগঞ্জ পশ্চিমের সাবেক বায়তুলমাল সম্পাদক হাফিজ আসলাম উদ্দিন হেলালী'র আলোচনা ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্ত হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !