স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে টমটমের ধাক্কায় উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর এলাকায় কিবরিয়া আহমদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থী কিবরিয়া আহমদ পশ্চিম বেউর গ্রামের দিনমজুর আলতাফ হোসেনের পুত্র। সে একই এলাকার বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় মসজিদের ইমাম মাও. আব্দুস শহীদ বলেন, নিহত শিশু কিবরিয়া আহমদ রাস্তার পাশে দাঁড়ানো ছিল। টমটম চালক মোবাইল ফোনে কথা বলতে গিয়ে অসাবধানতা বশত শিশুটিকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে সটকে পড়ে। তাৎক্ষনিক মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক জানান, পুলিশ মৃত শিশুর সুরতহাল তৈরি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করেননি নিহত কিবরিয়ার পরিবারের লোকজন। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ নিষ্পত্তি হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় একজন জনপ্রতিনিধি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !