স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলাধীন মনসুরপুর গ্রামের মাওলানা মাহবুবুর রহীম 'জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭' উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক হিসেবে পুরস্কার লাভ করেছেন। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলাস্থ 'মানিককোনা দারুল কেরাত সুন্নিয়া দাখিল মাদরাসা'র সিনিয়র সহকারী মৌলভী। গত রবিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী পুরস্কার বিতরণ করেন। মাওলানা মাহবুবুর রহীমের পিতা 'ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা'র প্রাক্তন মোহাদ্দিস। জ্যৈষ্ঠ পুত্রের এই পুরস্কার প্রাপ্তিতে তিনি অনেক আনন্দিত। এদিকে কবি, গল্পকার ও শিক্ষক মাহবুবুর রহীমকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও মহল। তার এই অর্জনে জকিগঞ্জের সুনাম বেড়েছে বলে অনেকে মন্তব্য করেন। সবাই মাওলানা মাহবুবুর রহীমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !