আহসান হাবীব লায়েক, সুলতানপুর থেকে:
সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রিবাহী বিরতীহীন বাস এবং টমটমের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে । রোববার দুপুরে জকিগঞ্জ উপজেলার শরিফগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহতদের ১০ জন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের মধ্যে জকিগঞ্জ বাজার ব্যবসী ছমরু মিয়া, আবুল হোসেন, গোয়াবাড়ীর সোনাহর আলী, খাদেজা বেগম ও সাহাব উদ্দীন রয়েছেন বলে জানিয়েছেন শরিফগঞ্জ বাজারের ব্যবসায়ী আরকান উদ্দীন। তবে প্রাথমিকভাবে গুরুতর আহত কারো নাম ঠিকানা জানা যায়নি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !