স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে পরিবহন শ্রমিক মালিকদের ব্যবসার স্বার্থে উপজেলা পরিবহন শ্রমিক মালিক ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) রাতে জকিগঞ্জ বাজারে পরিবহন মালিক নুমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক সভায় মোঃ সিরাজ উদ্দিনকে আহবায়ক ও মোঃ আব্দুল জলিল (জালাল)কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন ইলাছ আলী (৭০৭কালিগঞ্জ), রায়হান উদ্দিন (৭০৭কালিগঞ্জ), আবুল কালাম আজাদ (২১৫৯জকিগঞ্জ), আব্দুস শহিদ ছইয়া (২১৫৯জকিগঞ্জ), হাকিম আহমদ (১৪১৮কালিগঞ্জ), বুরহান উদ্দিন (৭০৭জকিগঞ্জ), রাহেল আহমদ (৭৯৭কালিগঞ্জ), আব্দুল হান্নান (৭০৭জকিগঞ্জ), বেলাল উদ্দিন (৭০৭জকিগঞ্জ), ছাব্বির আহমদ (২০৯৭জকিগঞ্জ), রুহেল আহমদ (২০৯৭কালিগঞ্জ), খায়রুল আলম (২০৯৭কালিগঞ্জ), আপ্তাব হোসেন (২০৯৭সড়কের বাজার), শাহরিয়ার আহমদ (১০১৮ জকিগঞ্জ), খছরুল আলম (২১৫৯ জকিগঞ্জ)।
জকিগঞ্জে পরিবহন শ্রমিক মালিকদের ব্যবসার স্বার্থে উপজেলা পরিবহন শ্রমিক মালিক ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) রাতে জকিগঞ্জ বাজারে পরিবহন মালিক নুমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক সভায় মোঃ সিরাজ উদ্দিনকে আহবায়ক ও মোঃ আব্দুল জলিল (জালাল)কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন ইলাছ আলী (৭০৭কালিগঞ্জ), রায়হান উদ্দিন (৭০৭কালিগঞ্জ), আবুল কালাম আজাদ (২১৫৯জকিগঞ্জ), আব্দুস শহিদ ছইয়া (২১৫৯জকিগঞ্জ), হাকিম আহমদ (১৪১৮কালিগঞ্জ), বুরহান উদ্দিন (৭০৭জকিগঞ্জ), রাহেল আহমদ (৭৯৭কালিগঞ্জ), আব্দুল হান্নান (৭০৭জকিগঞ্জ), বেলাল উদ্দিন (৭০৭জকিগঞ্জ), ছাব্বির আহমদ (২০৯৭জকিগঞ্জ), রুহেল আহমদ (২০৯৭কালিগঞ্জ), খায়রুল আলম (২০৯৭কালিগঞ্জ), আপ্তাব হোসেন (২০৯৭সড়কের বাজার), শাহরিয়ার আহমদ (১০১৮ জকিগঞ্জ), খছরুল আলম (২১৫৯ জকিগঞ্জ)।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !