আহসান হাবীব লায়েক, সুলতানপুর থেকে :
জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি মৌলভী মাওলানা আব্দুল মান্নানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র ইকবাল হোসাইন ও শহিদদের স্মরনে সঙ্গীত পরিবেশন করেন দশম শ্রেণির ছাত্র খালেদ আহমদ। বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক এএসএম আনোয়ারুল আলম, প্রভাষক আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক নামওয়ারুল ইসলাম, আব্দুস সবুর ও খন্ডকালিন শিক্ষক জসীম উদ্দীন প্রমূখ। সভায় বক্তারা ১৫ই আগস্ট ১৯৭৫ সালের এই নির্মম হত্যাকান্ডের বিস্তারিত আলোচনা শিক্ষার্থী-অভিভাবকের নিকট তুলে ধরেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !