স্টাফ রিপোর্টার
মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপির বরাদ্দকৃত তিন লক্ষ টাকা দিয়ে জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার ঈদগাহ মাঠ ও রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবী মোঃ জালাল উদ্দিন। রবিবার দুপুরে সিসি ঢালাই কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওঃ কয়েছ উদ্দিন মাহমুদ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আহবায়ক প্রবাসী শিহাব উদ্দীন খান, গুরুসদয় স্কুল এন্ড কলেজের প্রভাষক কবির আহমদ, সুলতানপুর ইউনিয়নের সদস্য আব্দুল খালিক, নাজিম উদ্দিন, মনির হোসেন, আব্দুল আজিজ, শামীম আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আতাউর রহমান, ময়না মিয়া, মাওঃ আতিকুর রহমান, মঈন উদ্দিন তাপাদার, আয়নুল হক খাঁন ও জকিগঞ্জ পিআইও অফিসের হাসান আহমদ প্রমূখ। উদ্বোধনকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন বলেন, জকিগঞ্জ-কানাইঘাট আসনের এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। বিশেষ করে সম্প্রতি সময়ে দুই উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তার মাধ্যমে বড় ধরনের সহযোগিতা পেয়েছে। তাই সেলিম উদ্দিন এমপিকে এ অঞ্চলের মানুষ কখনো ভূলার নয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !