স্টাফ রিপোর্টার
তুমি রবে নিরবে হৃদয়ে মম...’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠক, রাজনীতিবিদ, সদালাপী ও সমাজসেবী আলহাজ্ব ময়নুল হকের দ্বিতীয় মুত্যৃ বার্ষিকী পালন করেছে আলহাজ্ব ময়নুল হক স্মৃতি সংসদ। সোমবার বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাবে এ উপলক্ষে এক স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ্ব ময়নুল হক স্মৃতি সংসদ সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এনামুল হক মুন্নার পরিচালনায় স্মৃতিচারণ সভায় স্বাগত বক্তব্য দেন জকিগঞ্জ নিউজ সম্পাদক আল মামুন। অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মরহুমের ছোট ভাই স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মুনিম আহমদ। মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক বদরুল হক বাদল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, জকিগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জবাই মিয়া, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা আসলাম উদ্দিন, মরহুমের সহপাঠি কুদরত উল্লাহ ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ্ব ময়নুল হক ছিলেন পরোপকারী সমাজসেবী ও উদার মনের মানুষ। তার সমাজসেবার মানসিকতা পরিচিতদের উদ্বুদ্ধ করবে। এ সময় উপস্থিত ছিলেন খলাছড়া ইউপি সদস্য জামাল আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুস সবুর, উপজেলা মানবাধিকার কর্মী আবুল কালাম, সুহেল তালকদার, আব্দুল বাতিন শামীম, সংবাদকর্মী মেহেদী হেলাল ও সংগঠক রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কদ্দুস বেউরী।
উল্লেখ্য সদালাপী ও সমাজসেবী ময়নুল হক ২০১৫ সালে সৌদি আরবে আকষ্মিক ইন্তেকাল করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !