ইমদাদ আহমদ ফজল, মুনশিবাজার থেকে:
আল্লামা আব্দুল গফফার শায়খে মামরখানী (রহ.) এর স্মৃতিধন্য জামিয়া ইসলামিয়া ফয়জেআম মুনশীবাজার জকিগঞ্জ, সিলেট- এর নায়েবে মুহতামীম হিসেবে মনোনীত হয়েছেন বৃটেনের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। তিনি জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইয়র গ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুল মুছাব্বির (দা. বা.) এর ছেলে ও আল্লামা মামরখানী (রহ.) এর নাতি। শনিবার (22 জুলাই) সকাল ১১টায় জামিয়ার অফিস মিলনায়তনে জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুক্বাদ্দাছ আলীর সভাপতিত্বে ও নাযিমে তা'লিমাত মাওলানা ইউনুস খাদিমানীর পরিচালনায় কার্যনির্বাহী কমিটির এক বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে নায়বে মুহতামীম হিসেবে মনোনীত করা হয়। তার পিতা শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুছাব্বির আইওরী দীর্ঘ দিন থেকে এ প্রতিষ্ঠানের নির্বাহী মুহতামীম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম বেশ কয়েক বছর থেকে কোন পদ-পদবী ছাড়াই প্রতিষ্ঠানটির উন্নতি ও অগ্রগতির লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !