হোসাইন আহমদ, সিলেট থেকে:
চেক ডিজওনার মামলায় সিলেট নগরীর উপশহরস্থ এইচ ব্লকের ১নং রোডের ৮নং বাসা থেকে আটক হয়েছেন জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের খলন খাঁ’র ছেলে ফয়জুল হক শাহান। বুধবার (১৯ জুলাই) গভীর রাতে শাহপরাণ (রহ.) থানা পুলিশের সহযোগিতায় জকিগঞ্জ থানার এসআই রাজিবের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী কানাইঘাট উপজেলার বড় চাতল গ্রামের বশির খাঁনের ছেলে ফয়ছল খাঁন। তিনি বলেন, আসামি শাহান ২০১৪ সালে তাকে বিদেশ পাঠাবে বলে ৩ লক্ষ টাকা নেয়। পরবর্তিতে সে বিদেশ না পাঠিয়ে টাকা আত্মসাৎ করে। ২০১৬ সালে এলাকার সালিশ বৈঠকে সে টাকা দিতে স্বীকার করে ৩ লক্ষ টাকার একটি চেক দেয়। চেকে টাকা না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে সিলেট সিএমএম কোর্টে মামলা করি। মামলা নং সি আর ৪২৭/১৭। আটকের বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
চেক ডিজওনার মামলায় সিলেট নগরীর উপশহরস্থ এইচ ব্লকের ১নং রোডের ৮নং বাসা থেকে আটক হয়েছেন জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের খলন খাঁ’র ছেলে ফয়জুল হক শাহান। বুধবার (১৯ জুলাই) গভীর রাতে শাহপরাণ (রহ.) থানা পুলিশের সহযোগিতায় জকিগঞ্জ থানার এসআই রাজিবের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী কানাইঘাট উপজেলার বড় চাতল গ্রামের বশির খাঁনের ছেলে ফয়ছল খাঁন। তিনি বলেন, আসামি শাহান ২০১৪ সালে তাকে বিদেশ পাঠাবে বলে ৩ লক্ষ টাকা নেয়। পরবর্তিতে সে বিদেশ না পাঠিয়ে টাকা আত্মসাৎ করে। ২০১৬ সালে এলাকার সালিশ বৈঠকে সে টাকা দিতে স্বীকার করে ৩ লক্ষ টাকার একটি চেক দেয়। চেকে টাকা না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে সিলেট সিএমএম কোর্টে মামলা করি। মামলা নং সি আর ৪২৭/১৭। আটকের বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !