স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিক উদ্দিন নিখোঁজ হওয়ার তিন দিন পর সিলেট নগরীর মীরের ময়দান পায়রা ১০১ এর বাসায় বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৪টায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজের ছোট ভাই সাংবাদিক এখলাছুর রহমান। তিনি জকিগঞ্জ সংবাদকে বলেন, সোমবার (১৭ জুলাই) সকাল ৯টায় তালতলাস্থ বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোজ ছিলেন। নিখোজের তিন দিন পর বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট নগরীর নিজ বাসায় ফিরেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারনে তিনি এখনও পুরোপুরি কথা বলতে অক্ষমতা প্রকাশ করছেন। তাকে পাওয়ায় তার পরিবারের লোকজন স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তাকে দেখতে আসছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধব অনেকেই। সাংবাদিক এখলাছুর রহমান মহান আল্লাহ’র নিকট অশেষ শুকরিয়া আদায় করে বলেন, আমার ভাই নিখোঁজ হওয়ার পর দেশ-বিদেশে অবস্থানরত আমাদের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্খীরা নিয়মিত খোঁজ খবর নিয়ে যে আন্তরিকতার প্রমাণ দিয়েছেন সে জন্য আমি সকলের প্রতি চির কৃতজ্ঞ।
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিক উদ্দিন নিখোঁজ হওয়ার তিন দিন পর সিলেট নগরীর মীরের ময়দান পায়রা ১০১ এর বাসায় বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৪টায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজের ছোট ভাই সাংবাদিক এখলাছুর রহমান। তিনি জকিগঞ্জ সংবাদকে বলেন, সোমবার (১৭ জুলাই) সকাল ৯টায় তালতলাস্থ বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোজ ছিলেন। নিখোজের তিন দিন পর বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট নগরীর নিজ বাসায় ফিরেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারনে তিনি এখনও পুরোপুরি কথা বলতে অক্ষমতা প্রকাশ করছেন। তাকে পাওয়ায় তার পরিবারের লোকজন স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তাকে দেখতে আসছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধু-বান্ধব অনেকেই। সাংবাদিক এখলাছুর রহমান মহান আল্লাহ’র নিকট অশেষ শুকরিয়া আদায় করে বলেন, আমার ভাই নিখোঁজ হওয়ার পর দেশ-বিদেশে অবস্থানরত আমাদের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্খীরা নিয়মিত খোঁজ খবর নিয়ে যে আন্তরিকতার প্রমাণ দিয়েছেন সে জন্য আমি সকলের প্রতি চির কৃতজ্ঞ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !