স্টাফ রিপোর্টারবাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রয়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক “জনতা ব্যাংক লিমিডেট” বুরুঙ্গা বাজার শাখা, সিলেট-এর ম্যানেজার হিসেবে সোমবার (১০ জুলাই) যোগদান করেছেন জকিগঞ্জের কৃতি সন্তান মোঃ বাহার উদ্দিন। তিনি ১৯৮২ সালের ২৫শে নভেম্বর জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মাস্টার মোঃ এখলাছুর রহমান ও মাতা মিসেস সালমা খাতুন দু’জন-ই স্কুল শিক্ষক ছিলেন। জানা যায়, ব্যাংকার মোঃ বাহার উদ্দিনের লেখাপড়ার হাতেখড়ি নিজের পিতা-মাতার কাছেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় খলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ১৯৯০ সালে প্রথম খলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে ১৯৯৩ সালে ভরন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং এখান থেকেই ১৯৯৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপন করেন এবং জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৯৯ সালে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একাধিক লেটার মার্কস সহ প্রথম বিভাগে এসএসসি পাস করেন। ২০০২ সালে জকিগঞ্জ সরকারি কলেজ থেকে আই,কম পাস করেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০০৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মান সহ স্নাতক ডিগ্রী অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় হতে ২০০৭ সালে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর (ফার্স্ট ক্লাস) ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৯ সালে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পি,জি,ডি) ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি বিভিন্ন স্কলারশীপ, শিক্ষা বৃত্তি ও বিভিন্ন ধরনের মেধা বৃত্তি অর্জন করেন। চাকরি জীবনে প্রথমেই সীমান্তিক কলেজে অধ্যাপনায় যোগ দেন। পরবর্তীতে গ্রীনহিল স্টেইট কলেজ এ অধ্যাপনা করেন। ২০১১ সালে রাস্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড এ যোগ দেন। ২০১২ সালে বেইলি রোড, ঢাকায় অবস্থিত জনতা ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউট এ ব্যাংকিং বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করেন এবং ১ম শ্রেণীতে ১ম স্থান (ফার্স্ট ক্লাস ফার্স্ট) অর্জন করে কৃতিত্বের সাথে ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। বৈদেশিক রেমিটেন্স আহরনে বিশেষ অবদান রাখার কারনে তিনি ২০১৪ সালের বেস্ট ব্যাংকার'স এ্যাওয়ার্ড (এফ আর) লাভ করেন। ২০১৫ সালে তিনি কৃতিত্বের সাথে ব্যাংকিং ডিপ্লোমা (জেএআইবিবি) পরিক্ষায় উত্তীর্ণ হন। অদ্যাবধি একজন স্বনামধন্য ও সফল ব্যাংকার হিসাবে জনতা ব্যাংক লিমিটেড এ কর্মরত আছেন। তিনি ব্যাংকারদের সংগঠন ইন্সটিটিউট অফ ব্যাংকারস বাংলাদেশ (আইবিবি) এর একজন সহযোগী সদস্য, এবং প্রফেশনাল অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্যতম সদস্য। অর্থনীতি ছাড়াও তিনি বিভিন্ন অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি "জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় " এর প্রতিষ্ঠাতা সভাপতি।
Home »
আলোকিত মানুষ
» জকিগঞ্জের মোঃ বাহার উদ্দিন জনতা ব্যাংকের ম্যানেজার হিসেবে যোগদান
জকিগঞ্জের মোঃ বাহার উদ্দিন জনতা ব্যাংকের ম্যানেজার হিসেবে যোগদান
Written By zakigonj news on মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ | ৩:৩৮ AM
Labels:
আলোকিত মানুষ
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !