তানভীর আহমদ, বারহাল থেকে:
জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম এর সর্বোচ্চ জামাত দাওরা-ই হাদীসের সবক প্রদান ও দোয়া মাহফিল বুধবার (২০ জুলাই) বাদ জোহর জামিয়ার মসজিদে অনুষ্ঠিত হয়। জামিয়ার প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুল হাফীযের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বেরী মাদ্রাসার শায়খুল হাদীস ও হযরত যাকারিয়া (রহ.) এর খলিফা আল্লামা বিলাল বাওয়া। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশি বাজারের শায়খুল হাদীস আল্লামা মুক্বদ্দছ আলী, দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীসহ সিলেট অঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরাম। মাহফিলে দাওরা-ই হাদীসের প্রধান কিতাব বুখারী শরীফের সবক প্রদানের মাধ্যমে দাওরা-ই হাদীসের সবক প্রদান উদ্বোধন করেন শায়খুল হাদীস আল্লামা বিলাল বাওয়া এবং মোনাজাত পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা মুক্বদ্দছ আলী। এছাড়া এ মাহফিলে গতবছর ফাইন্যাল পরীক্ষায় ফযিলত বিভাগে প্রথম স্থানসহ বিভিন্ন ক্লাসের মোট ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন বোর্ডে মুমতাজ লাভ করায় অতিথিদের মাধ্যমে তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম এর সর্বোচ্চ জামাত দাওরা-ই হাদীসের সবক প্রদান ও দোয়া মাহফিল বুধবার (২০ জুলাই) বাদ জোহর জামিয়ার মসজিদে অনুষ্ঠিত হয়। জামিয়ার প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুল হাফীযের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বেরী মাদ্রাসার শায়খুল হাদীস ও হযরত যাকারিয়া (রহ.) এর খলিফা আল্লামা বিলাল বাওয়া। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশি বাজারের শায়খুল হাদীস আল্লামা মুক্বদ্দছ আলী, দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীসহ সিলেট অঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরাম। মাহফিলে দাওরা-ই হাদীসের প্রধান কিতাব বুখারী শরীফের সবক প্রদানের মাধ্যমে দাওরা-ই হাদীসের সবক প্রদান উদ্বোধন করেন শায়খুল হাদীস আল্লামা বিলাল বাওয়া এবং মোনাজাত পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা মুক্বদ্দছ আলী। এছাড়া এ মাহফিলে গতবছর ফাইন্যাল পরীক্ষায় ফযিলত বিভাগে প্রথম স্থানসহ বিভিন্ন ক্লাসের মোট ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন বোর্ডে মুমতাজ লাভ করায় অতিথিদের মাধ্যমে তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !