স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বালিটেকা গ্রামের দিনমজুর সাহাব উদ্দিনের শিশু কন্যা নাদিয়া (৮) (ছদ্মনাম) ধর্ষণের অভিযোগে একই গ্রামের আলাউদ্দিন আলূর পূত্র মুহিবুর রহমান মুছা (২২) নামের এক যুবক আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। রোববার (৩০ জুলাই) সকালে জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ভাটিশ্রীপুর থেকে তাকে আটক করে। ধর্ষিত ছাত্রী স্থানীয় বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। জানা যায়, গত ২৬ জুলাই রাত অনুমান ৯ ঘটিকার দিকে ৮ বছরের ওই শিশু কন্যাকে নিজ গৃহে জোরপূর্বক ধর্ষণ করে মুহিবুর রহমান মুছা। এ ঘটনায় শিশুটির মা সুহাদা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩, তাং ২৯.০৭.২০১৭ইং। বিষয়টির সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কল্লোল গোষ্মামী জানান, আদালতে ভিকটিক ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
জকিগঞ্জ উপজেলার বালিটেকা গ্রামের দিনমজুর সাহাব উদ্দিনের শিশু কন্যা নাদিয়া (৮) (ছদ্মনাম) ধর্ষণের অভিযোগে একই গ্রামের আলাউদ্দিন আলূর পূত্র মুহিবুর রহমান মুছা (২২) নামের এক যুবক আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। রোববার (৩০ জুলাই) সকালে জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ভাটিশ্রীপুর থেকে তাকে আটক করে। ধর্ষিত ছাত্রী স্থানীয় বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। জানা যায়, গত ২৬ জুলাই রাত অনুমান ৯ ঘটিকার দিকে ৮ বছরের ওই শিশু কন্যাকে নিজ গৃহে জোরপূর্বক ধর্ষণ করে মুহিবুর রহমান মুছা। এ ঘটনায় শিশুটির মা সুহাদা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩, তাং ২৯.০৭.২০১৭ইং। বিষয়টির সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কল্লোল গোষ্মামী জানান, আদালতে ভিকটিক ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !