স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ বাজারের এম.এ.হক চত্ত্বরের পাশে ফলের দোকানের সামনে মোটর সাইকেল (ডিসকভার-১০০সিসি) তালাবদ্ধ রেখে বাজারের ভিতরে দায়িত্বপালনকালে বুধবার (১২ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের সময় জকিগঞ্জ থানার এসআই খসরুল আলম বাদলের মোটর সাইকেল চুরি হয়ে যায়। দায়িত্বপালন শেষে এসআই বাদল ফিরে এসে মোটর সাইকেলটি না দেখে তাৎক্ষণিক জকিগঞ্জ থানা পুলিশ ও মোটর সাইকেলের মালিক এসআই বাদলের বন্ধু সিলেট নগরীর কালিঘাট এলাকার মাহমুদ বক্স শাওন (রনি)কে অবগত করেন। বিষয়টি জানতে পেরে জকিগঞ্জ থানা পুলিশ তৎপর হয়ে এলাকায় ঝটিকা অভিযান শুরু করে। অপরদিকে এসআই বাদলের বন্ধু মোটর সাইকেলের মালিক মাহমুদ বক্স শাওন (রনি) সিলেট থেকে জকিগঞ্জ অভিমূখে আসার পথে রাত ৯টা ৩০ মিনিটের সময় হেতিমগঞ্জ এলাকায় চোরাইকৃত মোটর সাইকেলটি নিয়ে জনৈক ব্যক্তিকে বিপরীত দিক থেকে আসতে দেশে স্থানীয় জনতার সহযোগিতায় মোটর সাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করে গোলাপগঞ্জ থানায় নিয়ে যান। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ গোলাপগঞ্জ থানা থেকে মোটর সাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করে জকিগঞ্জ থানায় নিয়ে আসেন। আটক শফিউল আলম (২৫) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের ফজর আলীর পূত্র। এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরোও ২জনকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।
উল্লেখ্য যে, চুরি হওয়া ডিসকভার-১০০সিসি মোটর সাইকেলটি জকিগঞ্জ থানার এসআই খসরুল আলম বাদলের বন্ধু মাহমুদ বক্স শাওন (রনি)’র ছিল। এসআই বাদলের ব্যবহৃত নিজের মোটর সাইকেলটি নষ্ট হওয়ায় তিনি কিছু দিন ব্যবহারের জন্য মোটর সাইকেলটি নিয়ে এসেছিলেন।
জকিগঞ্জ বাজারের এম.এ.হক চত্ত্বরের পাশে ফলের দোকানের সামনে মোটর সাইকেল (ডিসকভার-১০০সিসি) তালাবদ্ধ রেখে বাজারের ভিতরে দায়িত্বপালনকালে বুধবার (১২ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের সময় জকিগঞ্জ থানার এসআই খসরুল আলম বাদলের মোটর সাইকেল চুরি হয়ে যায়। দায়িত্বপালন শেষে এসআই বাদল ফিরে এসে মোটর সাইকেলটি না দেখে তাৎক্ষণিক জকিগঞ্জ থানা পুলিশ ও মোটর সাইকেলের মালিক এসআই বাদলের বন্ধু সিলেট নগরীর কালিঘাট এলাকার মাহমুদ বক্স শাওন (রনি)কে অবগত করেন। বিষয়টি জানতে পেরে জকিগঞ্জ থানা পুলিশ তৎপর হয়ে এলাকায় ঝটিকা অভিযান শুরু করে। অপরদিকে এসআই বাদলের বন্ধু মোটর সাইকেলের মালিক মাহমুদ বক্স শাওন (রনি) সিলেট থেকে জকিগঞ্জ অভিমূখে আসার পথে রাত ৯টা ৩০ মিনিটের সময় হেতিমগঞ্জ এলাকায় চোরাইকৃত মোটর সাইকেলটি নিয়ে জনৈক ব্যক্তিকে বিপরীত দিক থেকে আসতে দেশে স্থানীয় জনতার সহযোগিতায় মোটর সাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করে গোলাপগঞ্জ থানায় নিয়ে যান। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ গোলাপগঞ্জ থানা থেকে মোটর সাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করে জকিগঞ্জ থানায় নিয়ে আসেন। আটক শফিউল আলম (২৫) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের ফজর আলীর পূত্র। এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরোও ২জনকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।
উল্লেখ্য যে, চুরি হওয়া ডিসকভার-১০০সিসি মোটর সাইকেলটি জকিগঞ্জ থানার এসআই খসরুল আলম বাদলের বন্ধু মাহমুদ বক্স শাওন (রনি)’র ছিল। এসআই বাদলের ব্যবহৃত নিজের মোটর সাইকেলটি নষ্ট হওয়ায় তিনি কিছু দিন ব্যবহারের জন্য মোটর সাইকেলটি নিয়ে এসেছিলেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !