স্টাফ রিপোর্টার
সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ ও www.zakigonjsangbad.com এর শিক্ষানবিশ নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল হালিম। গত ১০মে বুধবার জকিগঞ্জ সংবাদ-এর প্রধান সম্পাদক রহমত আলী হেলালী স্বাক্ষরিত এক নিয়োগপত্রে জানানো হয়েছে, পত্রিকার প্রতিনিধি নিয়োগের অংশ হিসেবে আব্দুল হালিমকে ২০১৭ সালের পহেলা জুন থেকে ২০১৮ সালের ৩১ মে পর্যন্ত সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ ও www.zakigonjsangbad.com এর শিক্ষানবিশ নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ করা হয়েছে। সংবাদ সংক্রান্ত বিষয়ে তার সাথে ০১৭৫৩-৫১৩৮৯২ সেলফোন নাম্বারের যোগাযোগ করা যাবে। আব্দুল হালিম জকিগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামের জালাল উদ্দিন ও রায়না বেগমের পুত্র। সংবাদ সংক্রান্ত যাবতীয় বিষয়ে তাকে সহযোগিতার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী।
সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ ও www.zakigonjsangbad.com এর শিক্ষানবিশ নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল হালিম। গত ১০মে বুধবার জকিগঞ্জ সংবাদ-এর প্রধান সম্পাদক রহমত আলী হেলালী স্বাক্ষরিত এক নিয়োগপত্রে জানানো হয়েছে, পত্রিকার প্রতিনিধি নিয়োগের অংশ হিসেবে আব্দুল হালিমকে ২০১৭ সালের পহেলা জুন থেকে ২০১৮ সালের ৩১ মে পর্যন্ত সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ ও www.zakigonjsangbad.com এর শিক্ষানবিশ নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ করা হয়েছে। সংবাদ সংক্রান্ত বিষয়ে তার সাথে ০১৭৫৩-৫১৩৮৯২ সেলফোন নাম্বারের যোগাযোগ করা যাবে। আব্দুল হালিম জকিগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামের জালাল উদ্দিন ও রায়না বেগমের পুত্র। সংবাদ সংক্রান্ত যাবতীয় বিষয়ে তাকে সহযোগিতার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !