স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শিক্ষক কর্তৃক ছাত্রলীগ নেতা আব্দুল হাসিব চৌধুরীর বাড়ীতে হামলার ঘটনায় ৩ শিক্ষকসহ ১৭ জন ছাত্রকে বরখাস্ত করা হয়েছে। নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গত বৃহস্পতিবার রাতে ফুলতলী গ্রামের আব্দুল হাসিব চৌধুরীর বাড়ীতে হামলার ঘটনায় এতিমখানার শিক্ষক মাওলানা সেলিম আহমদ, মাওলানা বদরুল ইসলাম ও হাফিজ লিয়াকত আলীসহ ১৭ ছাত্রকে বরখাস্ত করে আরো ৭০ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে অনাকাঙ্খিত এ ঘটনার পর থেকে বিষয়টি আপোষ নিষ্পত্তি করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দফায় দফায় বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গত সোমবার সকালে হামলার ঘটনাটি আপোষে সমাধান হওয়ার পথ খুলেছে বলে নিশ্চিত করেন মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘বিষয়টি আপোষে সমাধান করার লক্ষে শহীদ খানের বাড়ীতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৃহস্পতিবার রাতের বিচার বৈঠকের মধ্যস্থতাকারী জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাবেক মেম্বার ইয়াসিন আলী চৌধুরী, আবুল কাশেম খাঁন, আব্দুল মজিদ চৌধুরী, মিসবাহ উদ্দিন খাঁন, মস্তুফা চৌধুরী, সুহেল চৌধুরী, শহীদ খাঁনকে উপস্থিত করা হয়। অপ্রত্যাশিত এ ঘটনায় ছাহেব জাদায়ে ফুলতলী মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী এতিমখানার ছাত্র-শিক্ষকদের একতরফাভাবে দায়ি করে দুঃখ প্রকাশ করেন। পরে মাওলানা হুছাম উদ্দিনসহ মধ্যস্থতাকারীরা ক্ষতিগ্রস্থ হাসিব চৌধুরীর বাড়ীতে যান। সেখানে গিয়ে হাসিবের চাচা কমর উদ্দিন চৌধুরীর কাছে দুঃখ প্রকাশ ও হামলার ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি। এ ব্যাপারে ছাত্রলীগ নেতার চাচা কমর উদ্দিন চৌধুরী বলেন, ‘ফুলতলী সাহেবের ছোট ছেলে মাওলানা হুছামুদ্দিন চৌধুরী স্থানীয় গণ্যমান্য ও এতিমখানার শতাধিক ছাত্র নিয়ে বাড়ীতে এসে হামলার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আমার ভাই গিয়াস উদ্দিন চৌধুরীসহ তার পরিবারের সবাই চিকিৎসাধীন থাকায় তাদের অনুপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত দেয়া সম্ভব হয়নি। আহতরা সুস্থ হলে এলাকার গণমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টার উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, ফুলতলী ইসলামি সমাজ কল্যাণ পরিষদের ফেসবুক আইডির একটি স্ট্যাটাসে ফুলতলী স্পোটিং ক্লাব নামক ফেইসবুক আইডির একটি অশালীন মন্তব্যকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরীর ফুলতলী গ্রামস্থ বাড়ীতে হামলা চালায় ফুলতলী মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা।
জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শিক্ষক কর্তৃক ছাত্রলীগ নেতা আব্দুল হাসিব চৌধুরীর বাড়ীতে হামলার ঘটনায় ৩ শিক্ষকসহ ১৭ জন ছাত্রকে বরখাস্ত করা হয়েছে। নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গত বৃহস্পতিবার রাতে ফুলতলী গ্রামের আব্দুল হাসিব চৌধুরীর বাড়ীতে হামলার ঘটনায় এতিমখানার শিক্ষক মাওলানা সেলিম আহমদ, মাওলানা বদরুল ইসলাম ও হাফিজ লিয়াকত আলীসহ ১৭ ছাত্রকে বরখাস্ত করে আরো ৭০ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে অনাকাঙ্খিত এ ঘটনার পর থেকে বিষয়টি আপোষ নিষ্পত্তি করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দফায় দফায় বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গত সোমবার সকালে হামলার ঘটনাটি আপোষে সমাধান হওয়ার পথ খুলেছে বলে নিশ্চিত করেন মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘বিষয়টি আপোষে সমাধান করার লক্ষে শহীদ খানের বাড়ীতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৃহস্পতিবার রাতের বিচার বৈঠকের মধ্যস্থতাকারী জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাবেক মেম্বার ইয়াসিন আলী চৌধুরী, আবুল কাশেম খাঁন, আব্দুল মজিদ চৌধুরী, মিসবাহ উদ্দিন খাঁন, মস্তুফা চৌধুরী, সুহেল চৌধুরী, শহীদ খাঁনকে উপস্থিত করা হয়। অপ্রত্যাশিত এ ঘটনায় ছাহেব জাদায়ে ফুলতলী মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী এতিমখানার ছাত্র-শিক্ষকদের একতরফাভাবে দায়ি করে দুঃখ প্রকাশ করেন। পরে মাওলানা হুছাম উদ্দিনসহ মধ্যস্থতাকারীরা ক্ষতিগ্রস্থ হাসিব চৌধুরীর বাড়ীতে যান। সেখানে গিয়ে হাসিবের চাচা কমর উদ্দিন চৌধুরীর কাছে দুঃখ প্রকাশ ও হামলার ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি। এ ব্যাপারে ছাত্রলীগ নেতার চাচা কমর উদ্দিন চৌধুরী বলেন, ‘ফুলতলী সাহেবের ছোট ছেলে মাওলানা হুছামুদ্দিন চৌধুরী স্থানীয় গণ্যমান্য ও এতিমখানার শতাধিক ছাত্র নিয়ে বাড়ীতে এসে হামলার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আমার ভাই গিয়াস উদ্দিন চৌধুরীসহ তার পরিবারের সবাই চিকিৎসাধীন থাকায় তাদের অনুপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত দেয়া সম্ভব হয়নি। আহতরা সুস্থ হলে এলাকার গণমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টার উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, ফুলতলী ইসলামি সমাজ কল্যাণ পরিষদের ফেসবুক আইডির একটি স্ট্যাটাসে ফুলতলী স্পোটিং ক্লাব নামক ফেইসবুক আইডির একটি অশালীন মন্তব্যকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরীর ফুলতলী গ্রামস্থ বাড়ীতে হামলা চালায় ফুলতলী মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !