স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের গদাধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ঘোষিত ‘মিড ডে মিল’ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। এ উপলক্ষে গত ১৩ ফেব্র“য়ারি শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে সমাজসেবী আব্দুল আজিজের সভাপতিত্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজির উদ্দিন, গুরুসদয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাস ও ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয় কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম, প্রধান শিক্ষক জয়নুল হক চৌধুরী ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাগিব রাবেয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী সামিহা আজির সুমি। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা বেগম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মুখে দুপুরের খাবার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !