স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৮ গুণীজনকে প্রথমবারের মতো সম্মাননা দিচ্ছে জকিগঞ্জ গুণীজন সংর্বধনা পরিষদ। প্রায় এক বছর থেকে দফায় দফায় বৈঠকের পর জকিগঞ্জের বেশ কয়েকজন গুণীজনের তালিকা তৈরী করে প্রাথমিকভাবে ৮ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদানের জন্য চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তন্মধ্যে জীবিতাবস্থায় ৫ জনকে ও মরণোত্তর ৩ জনকে সংর্বধনা দেয়া হবে। প্রথমবারের মতো সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন ১। আইন ও বিচারের ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিচারপতি মুহাম্মদ আব্দুল মতিন ২। সমাজসেবার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার ৩। শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ড.মুহিবুর রহমান ৪। চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডাঃ সিরাজ উদ্দীন (এফএসিপি) ৫। তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ শামসুল হক চৌধুরী। এছাড়া মরণোত্তর সম্মাননা প্রদান করা হচ্ছে ৬। সাহিত্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মরমী কবি শাহ সুফি সলিম উল্লাহ্ শিতালং (রহ.) ৭। সমাজসেবার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মরহুম এম.এ.হক (বাঘা হক) ও ৮। ধর্ম প্রসারের ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আল্লামা আব্দুল লতিফ ফুলতলী (রহ.)কে। আগামী ১৯ মার্চ শনিবার সিলেট শহরের একটি নামকরা অডিটোরিয়ামে উল্লেখিত গুণী ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করবে জকিগঞ্জ গুণীজন সংর্বধনা পরিষদ। এ অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে পরিষদের পক্ষ থেকে সমাজসেবী হেলাল আহমদ চৌধুরীকে আহবায়ক ও ব্যাংকার খায়রুল আলম নাসিরকে সদস্য সচিব করে অর্থ উপ কমিটি, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ.মালেক চৌধুরীকে আহবায়ক ও প্রভাষক কবি বাছিত ইবনে হাবিবকে সদস্য সচিব করে স্মারক উপ কমিটি এবং সিলেট খাজান্সিবাড়ী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ কর্ণেল নাজমুল ইসলামকে আহবায়ক ও সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালীকে সদস্য সচিব করে একটি প্রচার উপ কমিটি গঠন করা হয়েছে। একই সাথে এ অনুষ্ঠান সফল করতে আগামী ১৩ ফেব্র“য়ারি শনিবার সন্ধা সাড়ে ৬ ঘটিকার সময় সিলেট নগরীর শিবগঞ্জস্থ সোনারগাঁও কমিউনিটি সেন্টারে পরিষদের উপদেষ্টা মন্ডলী ও জকিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সভা থেকে জকিগঞ্জ গুণীজন সংর্বধনা পরিষদের এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর কথা রয়েছে। এ প্রসঙ্গে পরিষদের সেক্রেটারী মাওলানা মুখলিছুর রহমান জকিগঞ্জ সংবাদকে জানান, সংর্বধনা অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতিপর্ব শেষ পর্যায়ে রয়েছে। প্রায় চার লক্ষ টাকা বাজেটের অর্ধেক টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসীদের একটি সংগঠন। তারা আমাদের এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে কো-পার্টনার হিসেবে থাকবেন। এছাড়া বাকি টাকা সংগ্রহের জন্য অর্থ উপ-কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। সম্মাননা প্রাপ্ত গুণীজনদের জীবনী ও সার্বিক প্রতিবেদন সম্বলিত একটি স্মারক প্রকাশের জন্য স্মারক উপ কমিটি ও অনুষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য প্রচার উপ কমিটি গঠন করে তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্ত গুণীজন ও অনুষ্ঠানের আগত মেহমানদের দাওয়াত পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মতিন দিতে শুরু করেছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !