স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন দেশকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিবে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশে আমাদের উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে এম.এম.জাগরণ যুব সংঘের মতো সংগঠনগুলো মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। তিনি গত ৮ ফেব্র“য়ারি সোমবার উপজেলার বারহাল ইউনিয়নের এম.এম.জাগরণ যুব সংঘের উদ্যোগে আযোজিত নিদনপুর জুনিয়র হাইস্কুলে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এম.এম. জাগরণ যুব সংঘের সভাপতি ছালিকুর রহমানের সভাপতিত্বে ও মশিউজ্জামান চৌধুরী শাহিন এবং মাছুম আহমদ তাপাদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, প্রবীন শিক্ষাবিদ নহরুল ইসলাম চৌধুরী, সমাজসেবী সাইফ উদ্দিন চৌধুরী, ্সাংবাদিক এখলাছুর রহমান, সমাজসেবী আফজাল চৌধুরী ও আখতার চৌধুরী রুবেল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক বদরুল ইসলাম, আশফাক আহমদ চৌধুরী, শিক্ষার্থী মাহনাজ জলিল ও মাহফুজ আহমদ প্রমূখ। অনুষ্ঠানে এবারের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের সংঘের পক্ষ থেকে ক্রেষ্ট প্রধান করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !