স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের কৃতি সন্তান সিলেট ল’কলেজের নির্বাচিত ভিপি মাহবুবুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে জকিগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল। গতকাল ১৫ ফেব্র“য়ারি সোমবার বিকেলে জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গন থেকে আনন্দ মিছিল শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এম.এ. হক চত্বরে এক পথ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ বাচ্চুর সভাপতিত্বে ও পৌর ছাত্রদল সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সামছুল ইসলাম লেইছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, ছাত্রদল নেতা মো. জিয়াউর রহমান। অনান্যদের বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক এস রহমান সায়েফ, পৌর ছাত্রদলের আবু তাহের জুনেদ, উপজেলা ছাত্রদল নেতা সাহাব উদ্দিন, আফজল আহমদ, নজরুল ইসলাম, সালেহ আহমদ তাপাদার, আলমগীর হোসেন চৌধুরী, আবু তাহের জুনেদ, আনোয়ার শাহ, মাহফুজ খাঁন, কামাল আহমদ, জুবের আহমদ, হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদল নেতা সায়েক আহমদ, শামীম আহমদ, গুলজার আহমদ, সুমন আহমদ, শাহজাহান আহমদ, কাওসার আহমদ, চয়ন চন্দ্র, আমিনুল ইসলাম, আব্দুর রহমান, আজমীর ও কাওসার প্রমূখ। সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ছাত্রদল সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম জোরদার করে আওয়ামী বাকশাল সরকারের সকল অপকর্মের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারবে। কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি জকিগঞ্জের কৃতি সন্তান মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট বিভাগে সকল আন্দোলন বাস্তবায়ন করতে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !