স্টাফ রিপোর্টার
বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দিনকে গুম ও হত্যার হুমকির পর তাঁর একান্ত সচিব রুহুল আমিন রাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা করেছে জকিগঞ্জ উপজেলা যুব সংহতি। গত ৮ ফেব্র“য়ারি সোমবার বিকালে উপজেলার ইউনিয়ন অফিস বাজারে জাতীয় যুব সংহতি জকিগঞ্জ উপজেলার শাখার আহ্বায়ক জালাল উদ্দিনের সভপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব সংহতির সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল আহমদ, হাসনুর আলম চৌধুরী, শাহ আলম, কবিরুল হাসান, কসকনকপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার মঈন, সদস্য সেলিম আহমদ, সাব্বিার আহমদ, আব্দুস সোবহান, সুফিয়ান আহমদ, শাহরিয়ার পারভেজ তারেক, হাবিবুর রহমান জিয়া, সাদিকুর রহমান সাদেক, কামাল আহমদ, বদরুল ইসলাম, শাহাব উদ্দিন, আব্দুস সালাম সলই মিয়া, কুটু মিয়া ও মুহিবুর রহমান মুহি প্রমুখ। সভায় বক্তারা রাজুর উপর হামলাকারী সন্ত্রাসীদের এবং মাননীয় বিরোধীদলীয় হুইপ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন সাহেবকে ফোনে হুমকীদাতা ও পিএস রুহুল আমীন রাজুর উপর হামলাকারীদের অতিসত্বর খুঁজে বের করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় জকিগঞ্জ তথা সিলেট সহ গোটা বাংলাদেশে প্রতিবাদের জড় উঠবে। আলহাজ সেলিম উদ্দিন এমপির স্বচ্ছ রাজনীতি ও উন্নয়ন দেখে কিছু স্বার্থান্বেসী মহল হিংসায় উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় বারবারই উন্নয়নে বাধাগ্রস্থ করা হচ্ছে দাবী করে বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !