স্টাফ রিপোর্টার
লন্ডন টাওয়ার হ্যামলেট’র কাউন্সিলর ও কেবিনেট মেম্বার আয়াছ মিয়ার বাংলাদেশে শুভাগমন উপলক্ষে জকিগঞ্জ জনকল্যাণ পরিষদের সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ফেব্র“য়ারী সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ সংর্বধনা অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সংর্বধিত অতিথিকে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের মাধ্যমে সামাজিক উন্নায়ন শক্তিশালী হচ্ছে। প্রবাসীদের এই অবদান আমাদের ভূলে গেলে চলবেনা। আমারা নিজেদের অবস্থান থেকে তাদের যথাযথ সম্মান জানাবো। তাদের সম্মানেই আজ আমারা এবং দেশ সম্মানিত হচ্ছে। এই সম্মান অব্যাহত রাখতে প্রবাসীদের মূল্যায়ন করতে হবে। এ সময় সংর্বধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট তুলেদেন টাওয়ার হ্যামলেট’র স্পীকার আব্দুল মুকিত এমবিইি। উপস্থিত ছিলেন সাপ্তাহিক হলিসিলেট পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলা ইউকের সিলেট বিভাগীয় প্রধান মোঃ শফিকুল ইসলাম, বাংলা টিভি ইউকে’র চিত্রগ্রাহক আলমগীর হোসেন ও জকিগঞ্জ জনকল্যাণ পরিষদের আহবায়ক আফজাল হোসেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !