স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের সফর আলীর ছেলে আব্দুস সালাম (৩৩) সৎ বোনের বিয়ে পন্ড করতে গিয়ে নিজেই কারাগারে গেলেন! তিনি সৎ বোন সুহাদা আক্তার (১৯) এর বিয়ে পন্ড করতে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বাল্য বিবাহ দেয়া হচ্ছে জানাতে গিয়ে এ পরিস্থিতির শিকার হন। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গতকাল ১৫ ফেব্র“য়ারি সোমবার বিকালে বাল্য বিবাহের অভিযোগ পেয়ে বিয়ে বন্ধ করতে পুলিশ নিয়ে কনের বাড়ি পিল্লাকান্দি গ্রামে যান জকিগঞ্জ উপজেলা নির্বাহী মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। সেখানে গিয়ে কনে সুহাদা আক্তারের জন্মনিবন্ধন ও স্কুল সার্টিফিকেটসহ সব কিছুতেই প্রাপ্ত বয়স্ক বলে প্রমাণিত হয়। অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম সৎ ভাই আব্দুস সালাম (৩৩)কে ৭ দিনের সাজা প্রদান করেন। বিষয়টির সত্যতা স্বীকার করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। তিনি বলেন, কনের সৎ ভাই আব্দুস সালাম তার সৎ বোন সুহাদা বেগমের বাল্য বিবাহ হচ্ছে বলে অভিযোগ করলে আমি ঘটনাস্থলে গিয়ে মেয়েটি প্রাপ্ত বয়স্ক প্রমাণিত হওয়ায় মিথ্যা অভিযোগ প্রদানের দায়ে অভিযোগকারিকে ৭দিনের সাজা প্রদান করি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !