স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ-শেওলা সড়কে বিজিবি’র ধাওয়া খেয়ে বিপূল পরিমাণ ভারতীয় মদসহ একটি সিএনজি ফেলে পাচারকারীরা পালিয়ে গেছে বলে বিজিবি জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, গত ৭ ফেব্র“য়ারি রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র লক্ষীবাজার বিওপির হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে টহল দল একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। টহল দল সিএনজিটির পিছু ধাওয়া করলে কিছুদূর যাওয়ার পর আকষ্মিকভাবে গফফারনগর মাদ্রাসার পাশে পাঁকা রাস্তার উপর সিএনজি থামিয়ে চালক ও আরোহীরা দৌড়ে অন্ধকারে গ্রামের মধ্যে পালিয়ে যায়। সিএনজিটি তল্লাশী করে সিএনজির পিছনের দিকে লুকায়িত অবস্থা থেকে ১৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত ভারতীয় মদসহ সিএনজিটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও পলাতক মাদক পাচারকারী চক্রকে আটকের প্রচেষ্টায় তথ্য সংগ্রহ, অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজিবি জানায়। সিএনজিসহ আটককৃত মালামালের আনুমানিক মূল্য সাত লক্ষ উনষাট হাজার পাঁচশত টাকা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !