স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ সদর ইউনিয়নের সরিষাকুঁড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ভারতীয় বাইসাইকেল উদ্ধার করেছে বিজিবি। আজ ১০ ফেব্র“য়ারি বুধবার সকাল ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোহরাব হোসেনের নেতৃত্বে একটি টহল দল তা উদ্ধার করে। সূত্র জানায়, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী ফে›িসডিল ও বাই-সাইকেল ফেলে দৌড়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাদক পাচারকারীকে খোঁজে বের করতে বিজিবি সাড়াশী অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত ভারতীয় ফে›িসডিল ও বাই-সাইকেলের আনুমানিক মূল্য আঠার হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !