স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে এবার প্রথমবারের মতো উপজেলা শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল ৯ ফেব্র“য়ারি মঙ্গলবার দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়। ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মেলায় মোট চারটি ক্লাস্টারে স্কুল গুলো অংশ নেয়। তন্মধ্যে ৩ টি স্টলে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকি ১টি স্টলে সকল কিন্ডার গার্টেন অংশ গ্রহণ করে। মঙ্গলবার সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। বিকেলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শহিদ তাপাদারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মোহাইমিন চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার বিরেন্দ্র চন্দ্র দাস, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক এম. আব্দুল্লাহ আল মামুন, অনলাইন জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না, প্রধান শিক্ষক আব্দুল খালিক, জামাল উদ্দিন লস্কর, লুৎফা বেগম ও আল ইহসান একাডেমীর অধ্যক্ষ মোঃ বুরহান উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বিশ্বজিৎ রায়, প্রধান শিক্ষক নাছিমা বেগম, রওশন আরা বেগম, মোঃ আব্দুস শাকুর, মোঃ শাহজাহান আলম, পাচু মোহন বিশ্বাস, প্রদীপ চন্দ্র, আতাউর রহমান, সিরাজ উদ্দিন, মঞ্জুরুল আলম, আবুল কালাম আজাদ, রানী কাজল, ফরিদা বেগম, আছমা বেগম, হোসাইন আহমদ, আতিকুর রহমান, মোঃ কামরুজ্জামান, ছালাহ উদ্দিন ও হাজী মোঃ বেলাল উদ্দিন প্রমূখ। দিনব্যাপি এ শিক্ষা মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !