স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার তিরাশী এলাকার বনগ্রামে অবস্থিত জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কেছরী গ্রামের মোস্তাক আহমদের মালিকানাধীন ফিসারীতে বনভোজনে অংশ নিলেন জকিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত ২৩ জানুয়ারি শনিবার দুপুরে রূপালী মৎস্য ও কৃষি খামার আয়োজিত ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী সাইফ উদ্দিন খালেদ, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নারীনেত্রী হোসনে জাহান রিনা, অনলাইন জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না, ব্যবসায়ী নজরুল ইসলাম, আবুল হোসেন, আইটি বিশেষজ্ঞ তরিকুল আলম রাসেল, ব্যাংক কর্মকর্তা সাজু আহমদ, বদরুল ইসলাম, সংবাদকর্মী আবু বক্কর মোঃ ফয়ছল, আবু মহসিন, জাহেদ আহমদ ও সংগঠক লুৎফুর রহমান জিসান প্রমূখ। এ অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ফিসারীর মালিক সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ নিজের মৎস্য খামারের উৎপাদিত মাছ ও সবজিসহ অন্যান্য উপাদান দিয়ে মধ্যাহৃভোজের আয়োজন করেন। এ প্রসঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণকারী জকিগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর হোসনে জাহান রিনা বলেন, ব্যতিক্রমধর্মী এ বনভোজনে খুব মজার আড্ডা জমে উঠেছিল। আমরা নৌকা নিয়ে ঘুরেছি আর ফাঁকে ফাঁকে ফটোসেশন করেছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !