স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সীমান্তবর্তী মানুষের সমস্যা সমাধান ও দাবী আদায়ের লক্ষে গত ১২ ফেব্র“য়ারি শুক্রবার ‘আমরা সীমান্তবাসী’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে গঙ্গাজল আলিফ কমিউনিটি সেন্টারে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান (আছই মিয়া)’র সভাপতিত্বে ও সংগঠক বদরুল হক তাপাদারের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কেরাত পাঠ করেন হাফিজ হাবিবুর রহমান। তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ জালাল উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আতাউর রহমান, নজরুল ইসলাম তাপাদার, মাওলানা আব্দুল মন্নান, ফয়জুর রহমান, ডা. মোস্তাক আহমদ মছনু, মোঃ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, গোলাম মোস্তফা মস্তু, আব্দুল আহাদ, আয়নুল হক খাঁন ও কবির আহমদ প্রমূখ। সভায় এলাকাবাসীর মতামতের প্রেক্ষিতে তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ জালাল উদ্দিনকে আহ্বায়ক করে ৫১সদস্য বিশিষ্ট ‘আমরা সীমান্তবাসী’ সংগঠনের কমিটি গঠন করা হয়। এ সভায় বিরোধীদলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনকে একটি বিশাল গণসংর্বধনা প্রদানের সিদ্ধান্ত হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !