স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ, পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের নওয়াগ্রাম-মৌলভীরচকবাসী। উপজেলা জাপা নেতা মুহিবুর রহমান প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন সাহেবের দ্বারা পূরণ হয়েছে। নওয়াগ্রাম-মৌলভীরচক ইউনিয়নের মধ্যে অনুন্নত অবহেলিত এলাকা। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এলাকাটিতে বিদ্যুতায়ন করা। তাই এমপি সেলিম উদ্দিনের বলিষ্ট ভুমিকায় নওয়াগ্রাম- মৌলভীর চক তথা জকিগঞ্জে যে বিদ্যুতায়ন হচ্ছে তার জন্য নওয়াগ্রাম-মৌলভীরচক ও কসকনকপুর ইউনিয়নবাসীর পক্ষে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। বিবৃতিদাতারা হলেন, কসকনকপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃ মুহিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী কসকনকপুর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ হারুন, সমাজসেবী আব্দুছ ছাত্তার, আব্দুস সালাম, সেলিম আহমদ সেজিম, আব্দুল বাছিত মিরাশী, আনোয়ার হোসেন, সমাজসেবী কবিরুল হাসান, কাবির আলম, শাহাব উদ্দিন, সেলিম আহমদ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, ছালিক আহমদ ও হারুনুর রশীদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !