স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি দারুল উলুম কামিল (এম,এ) মাদ্রাসা শাখার ২০১৬-২০১৭ইং সেশনের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। এ উপলক্ষে গত ২ জানুয়ারী শনিবার আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সভাপতি ছাত্রনেতা সাইফুর রহমান (শিপু) ও পূর্ব জেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল খালিক (রুহিল শাহ্)। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম। সভায় মাদ্রাসার বিপূল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র মোঃ বুরহান উদ্দিনকে সভাপতি ও আকবর আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট ইছামতি মাদ্রাসা শাখা তালামীযের কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি দারুল উলুম কামিল (এম,এ) মাদ্রাসা শাখার ২০১৬-২০১৭ইং সেশনের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। এ উপলক্ষে গত ২ জানুয়ারী শনিবার আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সভাপতি ছাত্রনেতা সাইফুর রহমান (শিপু) ও পূর্ব জেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল খালিক (রুহিল শাহ্)। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম। সভায় মাদ্রাসার বিপূল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র মোঃ বুরহান উদ্দিনকে সভাপতি ও আকবর আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট ইছামতি মাদ্রাসা শাখা তালামীযের কমিটি গঠন করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !