স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রাম ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে পুরস্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ১৯ জানুয়ারি মঙ্গলবার রাতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী মুহাম্মদুল্লাহ বুলবুল, অনলাইন জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুনিম জামাল। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংবাদপত্র এজেন্ট মোঃ শাফি, শিক্ষক ফয়ছল আহমদ, ক্রীড়া সংগঠক নূর উদ্দিন, জহির উদ্দিন, ছালেহ আহমদ, কামরুল, সুবেল, জুবের, লুৎফুর, জাবের, সুমন, ছামাদ, জুয়েল, ছামি ও রুবেল প্রমূখ। খেলায় ১৬টি দল অংশ নিলেও ফাইনালে মুখোমুখি হয় সুবেল-লুৎফুর বনাম আবুল-জুবের দৈত দল। খেলায় চ্যাম্পিয়ন হিসেবে প্রথম পুরস্কার দু’টি উন্নত ব্যাট অতিথিদের নিকট থেকে গ্রহণ করে সুবেল-লুৎফুর। রানার্সআপ দল আবুল-জুবের দু’টি ট্রফি পুরস্কার হিসেবে গ্রহণ করেন। এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে ফয়ছল, আহাদ, রুমেল ও রুবেল।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !