স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মজলিসে শূরা সদস্য ও জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মাওলানা জয়নুল ইসলাম বলেছেন, দেশে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, গুলাগুলি, টেন্ডারবাজি, হাইজ্যাক নিয়মিত চলছে। একেরপর এক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অস্ত্রের মহড়া পরিলক্ষিত হচ্ছে। ফলে দেশের রাজনীতির ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এজন্য সঠিক ও সুষ্ট ছাত্র রাজনীতির খুবই প্রয়োজন। তাই ছাত্র মজলিস কর্মীদের যোগ্য নেতৃত্ব ও আদর্শের ভিত্তিতে যাবতীয় অন্যায়ের মোকবেলায় জেগে উঠতে হবে। তিনি গত ৬ জানুয়ারী বুধবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জকিগঞ্জ উপজেলা ছাত্র মজলিসের সভাপতি হাফিজ শহিদুজ্জামানের সভাপতিত্বে ও অফিস সম্পাদক ফয়ছল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সেক্রেটারী মোঃ নাজমুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আশিক আহমদ, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদ। বক্তব্য রাখেন খেলাফত মজলিস নেতা মাওলানা আফজল হোসাইন, হেলাল আহমদ জালালী, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক রুবেল আহমদ, বায়তুল মাল সম্পাদক আরশাদ আহমদ, ছাত্র মজলিস কর্মী আশরাফ আহমদ ও আসলাম উদ্দিন প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !