স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সারাদেশে সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনা হবে। পাশাপাশি সনদও দেয়া হবে। ওয়েবসাইটে নাম-ছবিসহ তাদের তালিকা থাকবে। সাংবাদিকদের শপথ নিতে হবে। অন্যায় করলে সনদ বাতিল করা হবে। এর মাধ্যমে হলুদ সাংবাদিকতা কমে যাবে বলেও আশা করেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় তিন যুগের মাথায় সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের এমন একটি বক্তব্যে সচেতন মহলে সাড়া জাগিয়েছে। এতে সাংবাদিক সমাজেও ব্যাপক আলোড়ন সৃষ্ঠি করেছে। জানা যায়, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ গত ১৬ জানুয়ারি শনিবার সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন। এ কর্মশালায় বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ আরোও বলেন, নতুন এই উদ্যোগ হলুদ সাংবাদিকতা রোধে সহায়ক ভূমিকা পালন করবে। এটি করা গেলে যে কেউ সাংবাদিক হতে পারবেন না। এছাড়া কোথাও সমস্যা হলে ওয়েবসাইট দেখিয়ে বলতে পারবেন তিনি সাংবাদিক। একই সাথে তিনি সাংবাদিকদের আর্থিক মূল্যায়ন ও সুরক্ষা এবং শৃঙ্খলা নেই উল্লেখ করে বলেন, ইতোমধ্যেই এসব বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। তবে সাংবাদিকদের অবশ্যই যোগ্যতাসম্পন্ন হতে হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সারাদেশে সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনা হবে। পাশাপাশি সনদও দেয়া হবে। ওয়েবসাইটে নাম-ছবিসহ তাদের তালিকা থাকবে। সাংবাদিকদের শপথ নিতে হবে। অন্যায় করলে সনদ বাতিল করা হবে। এর মাধ্যমে হলুদ সাংবাদিকতা কমে যাবে বলেও আশা করেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় তিন যুগের মাথায় সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের এমন একটি বক্তব্যে সচেতন মহলে সাড়া জাগিয়েছে। এতে সাংবাদিক সমাজেও ব্যাপক আলোড়ন সৃষ্ঠি করেছে। জানা যায়, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ গত ১৬ জানুয়ারি শনিবার সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন। এ কর্মশালায় বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ আরোও বলেন, নতুন এই উদ্যোগ হলুদ সাংবাদিকতা রোধে সহায়ক ভূমিকা পালন করবে। এটি করা গেলে যে কেউ সাংবাদিক হতে পারবেন না। এছাড়া কোথাও সমস্যা হলে ওয়েবসাইট দেখিয়ে বলতে পারবেন তিনি সাংবাদিক। একই সাথে তিনি সাংবাদিকদের আর্থিক মূল্যায়ন ও সুরক্ষা এবং শৃঙ্খলা নেই উল্লেখ করে বলেন, ইতোমধ্যেই এসব বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। তবে সাংবাদিকদের অবশ্যই যোগ্যতাসম্পন্ন হতে হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !