স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে সেই আদিকাল থেকে আবহাওয়ার জন্য খুবই স্বাভাবিক ঘটনা মাঘে-মেঘে দেখা হওয়ার বিষয়টি। বরং কোন বছর এ মাসে বৃষ্টি না হলে বা দেরি হলে আবহাওয়ার অস্বাভাবিক আচরণ হিসেবে বিবেচিত হয়। কখনো কখনো কেউ কেউ এ নিয়ে হাপিত্যেষ শুরু করেন। মাঘে-মেঘে মিলন না হলে অনেকে প্রাকৃতিক দুর্যোগের আগাম আশঙ্কা করেন। অবশ্য রাস্তার ধুলোবালির জন্যও এ সময় অনেকেই বৃষ্টির প্রত্যাশায় থাকেন উন্মুখ। বৃষ্টির ছোঁয়ায় পথের ধুলো মিশে যায়, স্বাচ্ছন্দ্যে পথচলতে পারেন পথচারী। মাঘের বৃষ্টির পরে অবশ্য জন-জীবনে কিছুটা অস্বস্তিও নেমে আসে। তাই এ বছরে সেই মাঘে মেঘের মিতালী হলো মাঘ মাসের এক সাপ্তাহের মাথায়। আজ ২০ জানুয়ারি বুধবার সকাল থেকে রাত পর্যন্ত সারাদেশের ন্যায় জকিগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলে নামে গুড়িগুড়ি বৃষ্টি। তবে এবারের বৃষ্টিতে মানুষ স্বস্তির চেয়ে অস্বস্তি পেয়েছেন বেশী। কেননা প্রায় মাসখানেক সময় থেকে এমনিতেই শীতের তীব্রতা জকিগঞ্জে বেড়েই চলছিল। এর মাঝে বুধবারের গুড়িগুড়ি বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় জকিগঞ্জে শীতের প্রকোপ বেড়ে যায় কয়েকগুণ। এছাড়া ছেলে-মেয়েদের স্কুলে আনা-নেওয়ায় দুর্ভোগ, অফিস যাতায়তে দুর্ভোগ, বাড়ি ফিরতেও দুর্ভোগ। সোজা কথায় এবারে মাঘে মেঘের মিতালীতে নানান কষ্ট আর দুর্ভোগ পোহাতে হয়েছে জকিগঞ্জবাসীকে।
জকিগঞ্জে সেই আদিকাল থেকে আবহাওয়ার জন্য খুবই স্বাভাবিক ঘটনা মাঘে-মেঘে দেখা হওয়ার বিষয়টি। বরং কোন বছর এ মাসে বৃষ্টি না হলে বা দেরি হলে আবহাওয়ার অস্বাভাবিক আচরণ হিসেবে বিবেচিত হয়। কখনো কখনো কেউ কেউ এ নিয়ে হাপিত্যেষ শুরু করেন। মাঘে-মেঘে মিলন না হলে অনেকে প্রাকৃতিক দুর্যোগের আগাম আশঙ্কা করেন। অবশ্য রাস্তার ধুলোবালির জন্যও এ সময় অনেকেই বৃষ্টির প্রত্যাশায় থাকেন উন্মুখ। বৃষ্টির ছোঁয়ায় পথের ধুলো মিশে যায়, স্বাচ্ছন্দ্যে পথচলতে পারেন পথচারী। মাঘের বৃষ্টির পরে অবশ্য জন-জীবনে কিছুটা অস্বস্তিও নেমে আসে। তাই এ বছরে সেই মাঘে মেঘের মিতালী হলো মাঘ মাসের এক সাপ্তাহের মাথায়। আজ ২০ জানুয়ারি বুধবার সকাল থেকে রাত পর্যন্ত সারাদেশের ন্যায় জকিগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলে নামে গুড়িগুড়ি বৃষ্টি। তবে এবারের বৃষ্টিতে মানুষ স্বস্তির চেয়ে অস্বস্তি পেয়েছেন বেশী। কেননা প্রায় মাসখানেক সময় থেকে এমনিতেই শীতের তীব্রতা জকিগঞ্জে বেড়েই চলছিল। এর মাঝে বুধবারের গুড়িগুড়ি বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় জকিগঞ্জে শীতের প্রকোপ বেড়ে যায় কয়েকগুণ। এছাড়া ছেলে-মেয়েদের স্কুলে আনা-নেওয়ায় দুর্ভোগ, অফিস যাতায়তে দুর্ভোগ, বাড়ি ফিরতেও দুর্ভোগ। সোজা কথায় এবারে মাঘে মেঘের মিতালীতে নানান কষ্ট আর দুর্ভোগ পোহাতে হয়েছে জকিগঞ্জবাসীকে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !