স্টাফ রিপোর্টার
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ১৩নং অঞ্চলের পরিচালক তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী আখতার হোসেন রাজু দ্বিতীয় মেয়াদে আগামী ৩ বছর জন্য শপথ গ্রহণ করেছেন। গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি শপথ গ্রহণ করেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাইফ উদ্দিন আল-ফারুকের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবোর্ড সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নূরুল হক। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবোর্ড সিলেটের প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জগলুল হায়দার, সিস্টেম অপারেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিলেট পবিস-১’র কেসিএল রিটেইনার ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর। এছাড়া সভায় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিভিন্ন এলাকা পরিচালক ও বিদ্যুৎ বিভাগের বিভন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২০১৫-১৮ নির্বাচনে আখতার হোসেন রাজু ও কামরুল ইসলাম ১৩নং অঞ্চলের পরিচালক পদে গত বছরের ২৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করেন। ৩ ডিসেম্বর প্রার্থীদের বাছাইয়ে প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়ে গেলে একক বৈধ প্রার্থী হিসেবে আখতার হোসেন রাজুকে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরে হাইকোর্টে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামরুল ইসলাম ও এডভোকেট মঈন উদ্দিন পৃথক দুটি রিট পিটিশন দায়ের করলে কামরুল ইসলামের রিট পিটিশন বাতিল হয়ে যায়। তবে এডভোকেট মঈন উদ্দিনের দায়েরকৃত রিট পিটিশনের শুনানী শেষে হাইকোর্ট ২ মাসের জন্য ১৩ অঞ্চলের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন। এ আদেশকে চ্যালেঞ্জ করে আখতার হোসেন রাজু সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করলে সুপ্রিম কোর্ট আগামী ২২ জানুয়ারী পর্যন্ত হাইকোর্টের আদেশকে স্থগিত করেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ১৩নং অঞ্চলের পরিচালক তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী আখতার হোসেন রাজু দ্বিতীয় মেয়াদে আগামী ৩ বছর জন্য শপথ গ্রহণ করেছেন। গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি শপথ গ্রহণ করেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাইফ উদ্দিন আল-ফারুকের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবোর্ড সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নূরুল হক। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবোর্ড সিলেটের প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জগলুল হায়দার, সিস্টেম অপারেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিলেট পবিস-১’র কেসিএল রিটেইনার ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর। এছাড়া সভায় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিভিন্ন এলাকা পরিচালক ও বিদ্যুৎ বিভাগের বিভন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ২০১৫-১৮ নির্বাচনে আখতার হোসেন রাজু ও কামরুল ইসলাম ১৩নং অঞ্চলের পরিচালক পদে গত বছরের ২৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করেন। ৩ ডিসেম্বর প্রার্থীদের বাছাইয়ে প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়ে গেলে একক বৈধ প্রার্থী হিসেবে আখতার হোসেন রাজুকে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরে হাইকোর্টে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামরুল ইসলাম ও এডভোকেট মঈন উদ্দিন পৃথক দুটি রিট পিটিশন দায়ের করলে কামরুল ইসলামের রিট পিটিশন বাতিল হয়ে যায়। তবে এডভোকেট মঈন উদ্দিনের দায়েরকৃত রিট পিটিশনের শুনানী শেষে হাইকোর্ট ২ মাসের জন্য ১৩ অঞ্চলের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন। এ আদেশকে চ্যালেঞ্জ করে আখতার হোসেন রাজু সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করলে সুপ্রিম কোর্ট আগামী ২২ জানুয়ারী পর্যন্ত হাইকোর্টের আদেশকে স্থগিত করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !